কোথাও ঘুরতে যাচ্ছেন কিংবা কাজে যাচ্ছেন । ট্রেনের (Train) টিকিটও কনফার্ম । কিন্তু,স্টেশনে এসে হঠাৎ জানতে পারলেন ট্রেন হয়তো ৪ থেকে ৫ ঘণ্টা লেট । তখন স্টেশনের মাটিতে সময় কাটানো ছাড়া সেরকম কোনও উপায়ও থাকে না । সেকথা ভেবেই এবার যাত্রীদের সুবিধার জন্য নয়া উদ্যোগ নিয়েছে IRCTC । ট্রেন দেরি করলে আর স্টেশনের মেঝেতে নয়, বিলাসবহুল ঘরে বিশ্রাম করতে পারবেন যাত্রীরা (IRCTC new arrangements) । খরচ মাত্র ২০ থেকে ৪০ টাকা !
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অনেকসময় দেখা গিয়েছে বিশেষ করে গরমকালে ট্রেনের অপেক্ষায় থাকা বহু যাত্রী অসুস্থ হয়ে মারা গিয়েছেন । তাঁদের কথা ভেবেই বিলাসবহুল রিটায়ারিং রুম প্রস্তুত করেছে ভারতীয় রেল । প্রধান স্টেশনগুলিতে এই সুবিধা পাওয়া যাবে । সর্বাধিক ৪৮ ঘণ্টা অপেক্ষা করা যাবে ওয়েটিং রুমে ।
আরও পড়ুন, West Bengal Weather Update: দোলে হাঁসফাঁস গরমের আভাস, চড়ছে পারদ
জানা গিয়েছে, ঘর বুকিংয়ের জন্য যাত্রীর কাছে কনফার্মড টিকিট বা পিএনআর নম্বর থাকতে হবে । সুবিধা অনুযায়ী এসি এবং নন এসি রুম বুক করা যাবে । যাঁরা আগে আসবেন তাঁদের রিটায়ারিং রুম বরাদ্দ করা হবে । বাকিদের নাম ওয়েটিং লিস্টে থাকবে । রুম খালি হলেই তাঁদের সুযোগ আসবে । রুমগুলি রেলের ওয়েবসাইট থেকে বুক করা যাবে ।