রাস্তাঘাটে রয়েছেন কাজের দরকারে, অথবা কোথাও ঘুরতে গেছেন। হঠাৎ দরকার হয়ে পড়ল আপনার প্যান, কিম্বা আধার অথবা বিমার কোনও নথি, কী করবেন? এবার WhatsApp থেকেই পেয়ে যেতে পারেন আপনার সমস্ত দরকারি নথি।
ব্যাপারটা ঠিক কী? WhatsApp-এর সঙ্গে কাজ করবে MyGov Helpdesk। হোয়াটসঅ্যাপ মারফত অ্যাকসেস করা যাবে ডিজি লকার। ডাউনলোড করে নিতে পারবেন আধারকার্ড, প্যান কার্ড, গাড়ির লাইসেন্স-সহ যাবতীয় নথি। শুধু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই সরকারি সুবিধা পাবেন সকলে।
মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা, কবর দেওয়ার এক ঘণ্টা পরেও জীবিত সদ্যজাত শিশুকন্যা
হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড করবেন প্যান-আধার?
১) ৯০১৩১৫১৫১৫ নম্বরে হোয়াটসঅ্যাপ করে ‘Namaste’, ‘Hi’ বা ‘Digilocker’ লিখুন।
২) এরপরই ডিজি লকার হেল্প ডেস্কের তরফে আপনার কাছে সমস্ত পরিষেবার একটি তালিকা পাঠানো হবে।
৩) আপনার পছন্দের পরিষেবা বেছে নিন
৪) ডিজি লকারের তরফে হোয়াটসঅ্যাপেই পাঠানো হবে আপনার প্রয়োজনীয় নথি
তবে হ্যাঁ, ডিজি লকারে অ্যাপে যাদের নথি সেভ করা রয়েছে, কেবলমাত্র তাঁরাই এই সুবিধে পাবেন।