NET-এর নতুন দিন ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, আগামী ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর মধ্যে নেট হবে। এবং আসন্ন ওই পরীক্ষা OMR এর বদলে নেওয়া হবে Computer Based Test বা CBT পদ্ধতিতে। অর্থাৎ পরীক্ষা হলে কম্পিউটারের মাধ্যমে যাবতীয় প্রশ্নের জবাব দিতে হবে।
প্রশ্নফাঁসের আশঙ্কার পরীক্ষা গ্রহণের একদিন পরেই অর্থাৎ ১৯ জুন বাতিল করা হয়েছিল NET। এমনকি বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা পরীক্ষা CSIR-ও স্থগিত করা হয়েছিল। শুক্রবার ওই পরীক্ষারও দিন ঘোষণা করা হয়েছে। ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে CSIR পরীক্ষা গ্রহণ করা হবে।
NEET ও NET দিয়ে গোটা দেশ উত্তাল হয়েছিল। অভিযোগ উঠেছিল প্রশ্ন ফাঁসের। বিরোধীরা NEET-এর পরীক্ষা বাতিলের দাবি তুলেছে। যদিও NEET-এর পরীক্ষা বাতিল করা হয়নি।