নতুন চাকরি । অনেক আশা আর স্বপ্ন নিয়ে কাজে যোগ দিয়েছিলেন । কিন্তু, সব শেষ হয়ে গেল । হাসপাতালেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক নার্সের দেহ । উত্তরপ্রদেশের উন্নাওয়ের (Unnao News) ঘটনা । মৃতার পরিবারের অভিযোগ, ধর্ষণ (Rape) করে খুন করা হয়েছে তাঁকে ।
জানা গিয়েছে, শুক্রবার উন্নাওয়ের এক হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন ওই নার্স । পরেরদিন অর্থাৎ শনিবারই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই হাসপাতাল থেকে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
আরও পড়ুন, Rampurhat Incident Update : বগটুই হত্যাকাণ্ডে আরও একজনের মৃত্যু, মৃত বেড়ে ১০
নার্সের মৃত্যুর পিছনে কারণ কী, তা জানা যায়নি । তবে তাঁর পরিবার অভিযোগ করছে, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে । এফআইআরও দায়ের করেছেন মৃতার পরিবার । তাঁরা তিনজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । তাঁদের এখনও গ্রেফতার করেনি পুলিশ । দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের কড়া শাস্তি হবে বলে জানিয়েছে উন্নাও থানার পুলিশ ।