হোটেলে প্রেমিকের সঙ্গে থাকতে নারাজ প্রেমিকা। এই 'অপরাধে' উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ওই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। গত ২৫ শে ডিসেম্বর বড়দিনেই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম গৌতম। প্রেমিকা রচনাকে নিয়ে একটি হোটেলে উঠেছিলেন তিনি।
রচনা বিবাহিতা, বাগপতের বাসিন্দা। প্রেমিক গৌতমের সঙ্গে মাঝেমধ্যেই দেখা করতে আসতেন তিনি। রচনার স্বামীর দাবি, ২৫ তারিখ বাড়িতে লুকিয়ে গাজিয়াবাদ গিয়েছিলেন স্ত্রী রচনা। পরদিন এক হোটেল থেকে তাঁর স্ত্রীয়ের দেহ উদ্ধার হয়৷
PM Narendra Modi Kolkata Visit: বছর শেষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, দেখে নিন তাঁর সফরসূচি
পুলিশ সূত্রে খবর, সেইদিন রাত্রিবাসের জন্য রচনাকে জোরাজুরি করেন গৌতম, তা অস্বীকার করতেই তাকে গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ।