স্বামী-স্ত্রী মিলে নাকি কালাজাদুর চর্চা(Practising Witchcraft)
করতেন। শুধুমাত্র এই সন্দেহের বশেই এক দম্পতিকে খুনের অভিযোগে চাঞ্চল্য ওড়িশার(Mutrder in Odisha) কেওনঝড় জেলার দাইতারি এলাকায়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁদের খুন করে বলেই অভিযোগ। মৃতদের নাম বাহাদা মুর্মু এবং ধানী মুর্মু। রক্তাক্ত অবস্থায় বাড়ির বাইরে দু'টি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে দাইতারি থানার পুলিশ(Daitari Police Station)।
দম্পতির মেয়ের কথায়, শনিবার রাতে নিজেদের ঘরের বাইরে ঘুমোচ্ছিলেন তাঁর বাবা এবং মা। ঘরের ভিতর তিনি একা ছিলেন। হঠাৎই চিৎকার শুনতে পান তিনি। বাইরে বেড়িয়ে এসে দেখেন, বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তাঁর বাবা-মার মৃতদেহ(Murder in Odisha) পড়ে রয়েছে। এরপরেই তিনি কাকা কিষাণ মারান্ডিকে ফোন করেন। কিষাণ জানান, রাত সাড়ে বারোটা নাগাদ ফোন পেয়ে ওই বাড়িতে যান তিনি। ঘটনাস্থলে এসে তিনি খবর দেন পুলিশকে(Odisha Police)।
পুলিশ সূত্রে খবর, কালাজাদু(Practising Witchcraft) করতেন বলে তাঁদের নামে এলাকায় রটনা ছিল। সেই সন্দেহ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই বিষয়টি সম্পর্কে কোনও তথ্য পায়নি পুলিশ। ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে দাইতারি থানা(Daitari Police Station)।