বাহানগা বাজার হাই স্কুল । সপ্তাহখানেক আগে সেই স্কুল হয়ে উঠেছিল অস্থায়ী মর্গ । সারি সারি মৃতদেহ সাদা কাপড়ে জড়ানো । মৃতদেহে স্তূপের মধ্যেই ছেলেকে খুঁজে চলেছেন বাবা, কিংবা স্ত্রী স্বামীকে, কেউ আবার বাবা-মা-কে । সেই দৃশ্যগুলি এখনও সবার চোখের সামনে ভাসছে । বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর এক রাত মৃতদেহগুলি স্কুলটিতে রাখা হয়েছিল । এবার, সেই স্কুল ভেঙে ফেলছে জেলা প্রশাসন । সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । এই স্কুল ভেঙে পাশেই স্কুলের নতুন ভবন তৈরি হবে বলে খবর ।
বাহানগা বাজার হাই স্কুলে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত সারি সারি মৃতদেহ রাখা ছিল । কিন্তু, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে দেহগুলিতে পচন ধরতে শুরু করে । পরে ভুবনেশ্বরের চারটি হাসপাতালে সেগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয় । তারপর গোটা স্কুল, তার আশেপাশ ভাল করে পরিষ্কার করা হয়, স্যানিটাইজ করা হয় । কিন্তু, তারপরেও স্কুলে পড়ুয়াদের যাওয়ার বিষয়ে রাজি ছিলেন না অনেক অভিভাবক । তাঁদের কথায়, নানা রকম অলৌকিক গল্পও ছড়িয়ে পড়েছে এলাকায় । জেলাশাসক বিষয়টি জানতে পেরেই অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেন । সেখানে স্কুলের নতুন ভবন তৈরির প্রস্তাব দেন অভিভাবকরা ।
অভিভাবকদের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে । সেইমতোই চলছে স্কুল ভাঙার কাজ । খুব শীঘ্রই স্কুলের নতুন ভবন তৈরি হবে বলে খবর ।