গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাস (Odisha Health Minister)। রবিবার দলীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ওড়িশার ঝাড়সুগুদা জেলার ব্রজনগরে অজ্ঞাত পরিচয় আততায়ীরা তাঁর ওপর হামলা করে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ব্রজনগরে ওড়িশার শাসক দল বিজিডির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব দাস। দুপুর সাড়ে ১২টা নাগাদ দলীয় কার্যালয়ের সামনে পৌঁছন তিনি। তখনই তাঁর উপর হামলা হয়।
আরও পড়ুন: ঐতিহাসিক লাল চকে জাতীয় পতাকা উত্তোলন রাহুল গান্ধীর, সোমবার কাশ্মীরে শেষ ভারত জোড়ো যাত্রা
রবিবার সকালে গান্ধী চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। এক প্রত্যক্ষদর্শী জানান, মন্ত্রী যখন গাড়ি থেকে নামেন, তাঁকে স্বাগত জানানোর সময় লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে গুলির শব্দ শোনা যায়। এরপরই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতেও দেখা যায়।