পরিবারের অমতে বিয়ে করেছিলেন এক যুবতি। কিন্তু কিছুতেই সেই সিদ্ধান্ত মেনে নেননি পরিবারের সদস্যরা। সেকারণে ওই যুবতিকে মৃত বলে ঘোষণা করলেন তাঁর মা ও বাবা। পাশাপাশি জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করলেন তাঁরা। ঘটনাটি ওড়িশার কেন্দ্রাপাড়া এলাকায়।
ওই তরুণীর নাম দীপাঞ্জলি মল্লিক। রাজেন্দ্র মল্লিক নামে এক যুবককে স্থানীয় মন্দিরে বিয়ে করেন তিনি। এরপর থানায় অভিযোগ দায়ের করেন দীপাঞ্জলির বাবা। সেইমতো তাঁদের মেয়েকে ফিরিয়েও দেয় পুলিশ। কিন্তু এরপরেও দীপাঞ্জলির পরিবার থেকে ঘোষণা করা হয় তাঁদের মেয়ে মৃত। এর জন্য শ্রাদ্ধানুষ্ঠান করা হয়।
এবিষয়ে দীপাঞ্জলি নিজেই জানিয়েছেন, বর্তমানে প্রাপ্তবয়স্ক তিনি। ফলে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অন্যদিকে রাজেন্দ্রর পরিবার থেকে জানানো হয়েছে, তাঁদের ছেলে কোনও ভুল কাজ করেননি।
এদিকে দীপাঞ্জলির পরিবারের দাবি, মেয়ে বাড়ির অমতে বিয়ে করায় বাড়ির সম্মানহানি হয়েছে। সেকারণে পিন্ডদান করা হয়েছে।