প্রয়াত হলেন নাগাল্যান্ডের প্রবীণতম মানুষটি। বয়স হয়েছিল ১২১ বছর। রাজধানী কোহিমার কিগ্বেমা গ্রামে তাঁর বাসভবনে প্রয়াত হন পুপিরেই ফুখা নামের ওই বৃদ্ধা। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ১৯৮২ সালের ভোটার কার্ডের পরিচাপত্র খতিয়ে দেখে তাঁর বয়সের হিসেব করা হয়েছে। যে পরিচয়পত্রে তাঁর বয়স দেখানো হয়েছিল ৮০ বছর।
তিনি দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন। দেখেছেন মন্বন্তর। বহু মনীষীর জন্ম ও প্রয়াণ হয়েছে তাঁর জন্মের পর। সাক্ষী থেকেছেন একাধিক ঐতিহাসিক মুহূর্তের। যা তাঁর স্মৃতিতে ছিল অমলিন।
পুপিরেই-এর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর স্বামী প্রয়াত হন ১৯৬৯ সালে। তারপরে প্রয়াত হন তাঁর সন্তানরাও। মৃত্যুর সময় পুপিরেই-এর পাশে ছিলেন তাঁর ১৮ জন নাতি-নাতনি। ৫৬ জন প্রপৌত্র ও প্রপৌত্রী এবং তাঁদের সন্তান আরও ১২ জন।