কেরলের ওয়েনাড়ের পাশাপাশি উত্তরপ্রদেশের আমেঠী থেকেও ভোটে লড়বেন! তা নিয়ে রহস্য রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, আমেঠী থেকে কে লড়বেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কমিটি যা সিদ্ধান্ত নেবে, তা তিনি মেনে নেবেন বলেও জানালেন তিনি।
বুধবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন রাহুল গান্ধী। কংগ্রেসের গড় হিসেবে পরিচিত অমেঠী থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্মৃতি ইরানি। জল্পনা তৈরি হয়েছে, এই কেন্দ্র থেকে এবার দাঁড়াতে পারেন রাহুল। এই নিয়ে সাংবাদিক বৈঠকে রাহুলকে প্রশ্ন করা হয়। রাহুল গান্ধী বলেন, "কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও কংগ্রেস সভাপতি যা করতে বলবেন, আমি তা-ই করব। আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।"
২০০৮ সাল থেকে টানা তিনবার লোকসভা নির্বাচনে অমেঠী কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন রাহুল। ২০১৯ সালে বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে ৫৫ হাজার ভোটে হেরে যান তিনি।