১২ মার্চ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৩০ সালে আজকের দিনে মহাত্মা গান্ধী তাঁর ৭৮ জন সহকর্মীর সঙ্গে ডান্ডি মার্চ শুরু করেছিলেন। এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের তৈরি 'লবণ আইন' ভাঙা। আসলে সেই সময়ে 'লবণ ব্যবসায়' ব্রিটিশদের একচেটিয়া আধিপত্য ছিল। তা ভাঙতেই মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে সমুদ্রের দিকে হাঁটা শুরু করেন। ২৫ দিনের যাত্রা শেষে ১৯৩০ সালের ৬ এপ্রিল তিনি ডান্ডিতে পৌঁছান। যেখানে তিনি লবণ তৈরি করে এই আইন ভঙ্গ করেছেন।
১২ মার্চ আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ১৯৯৩ সালের আজকের দিনে মুম্বই বিস্ফোরণ হয়েছিল। স্টক এক্সচেঞ্জ-সহ মুম্বইয়ের ১৩টি জায়গায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ২৫৭ জন মারা যান এবং ৭০০ জনের বেশি আহত হন। এই মামলায়, ১৯৯৩ সালের ৪ নভেম্বর ১৮৯ অভিযুক্তের বিরুদ্ধে ১০ হাজার পৃষ্ঠার প্রাথমিক চার্জশিট দাখিল করা হয়েছিল।
আরও পড়ুন - লোকসভা ভোটের আগেই আজ থেকে CAA, সোমবার জারি হল বিজ্ঞপ্তি
এই মামলায় ১২৩ জন আসামি ছিল। যার মধ্যে ১২ জনের মৃত্যুদণ্ড হয়। ৬৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৩ জনকে নির্দোষ ঘোষণা করা হয়। ইয়াকুব মেমন ছাড়া বাকি সব আসামির মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে সুপ্রিম কোর্ট। ইয়াকুবের ফাঁসি হয় ২০১৫ সালে। এই মামলায় অভিযুক্ত টাইগার মেমন ও দাউদ ইব্রাহিম এখনও পলাতক। এই একই মামলায় অভিনেতা সঞ্জয় দত্তকে অবৈধভাবে পিস্তল রাখার দায়ে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।