৬ মার্চ আজকের তারিখটি ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ১৯২৪ সালে আজকের দিনেই মিশরের সরকার প্রাচীন মিশরের বিখ্যাত রাজা তুতেনখামেনের মমি খোলার সিদ্ধান্ত নিয়েছিল। মাটিতে পুঁতে রাখা ১৪ শতকের বিখ্যাত এই ফারাওয়ের মূর্তিটি ১৯২২ সালে ব্রিটেনের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেছিলেন।
১৯১৫ সালে আজকের দিনেই প্রথমবার শান্তিনিকেতনে যান মহাত্মা গান্ধী। দেখা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। ১৯১৫ সালেই প্রথম গান্ধীজির জন্য 'মহাত্মা' উপাধি ব্যবহার করেন রবি ঠাকুর। এরপর থেকে গান্ধীজিও রবীন্দ্রনাথ ঠাকুরকে 'গুরুদেব' বলে ডাকতেন।
আরও পড়ুন - ক্যালেন্ডারে আজ ৪ মার্চ, কী হয়েছিল ইতিহাসের পাতায় ?
আজকের দিনেই ঘটেছিল আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইস্তফা দিয়েছিলেন দেশের নবম প্রধানমন্ত্রী চন্দ্রশেখর। ১৯৯১ সালের ৬ মার্চ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি। তবে, তিনি খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালের নভেম্বর মাস থেকে ১৯৯১ সালের ২১ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন।