আজকের দিনটি ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। কারণ ২০১০ সালে আজকের দিনেই একদিনের ক্রিকেটে প্রথমবার ডাবল সেঞ্চুরি করা হয়েছিল। আর ডাবল সেঞ্চুরির এই রেকর্ড গড়েছিলেন মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আজকের দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৪৭ বলে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সচিন। এই ম্যাচটি মধ্যপ্রদেশের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
ইতিহাসের দ্বিতীয় পর্বে আমরা বিখ্যাত অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার সম্পর্কে জানব। কারণ ১৯৪৮ সালে আজকের দিনেই কর্ণাটকের মেলুরকোটে জন্মগ্রহণ করেন জয়ললিতা। মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। প্রায় ৩০০টিরও বেশি তামিল, তেলেগু, হিন্দি এবং কন্নড় ছবিতে অভিনয় করেছেন জয়ললিতা। এরপরর তিনি চলচ্চিত্র থেকে রাজনীতিতে আসেন। ২০১২ সালে প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। এরপর তিনি ছ'বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড গড়েন।
আরও পড়ুন - আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে কড়া ব্যবস্থা, জানাল আম্বালা পুলিশ
ইতিহাসের তৃতীয় পর্বে আমরা বিখ্যাত অভিনেত্রী ললিতা পাওয়ারের কথা জানব। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। ওরাল ক্যান্সারের কারণে ১৯৯৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান তিনি। রামানন্দ সাগরের রামায়ণে 'মন্থরা'র চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি।