ভারতের কাফ সিরাপে আবারও বিষাক্ত রাসায়নিক! পাঞ্জাব ও হরিয়ানার আরও দুটি সংস্থার তৈরি কাশির ওষুধে এমন বিষাক্ত রাসায়নিক আছে যা বাচ্চারা খেলে তাদের মারাত্মক ক্ষতি হতে পারে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
পাঞ্জাবের কিউপি ফার্মাচেন ও হরিয়ানার ট্রিলিয়াম ফার্মার তৈরি কাফ সিরাপ হু-র গাইডলাইন অনুযায়ী তৈরি হয়নি। এই দুই কোম্পানির তৈরি কাশির ওষুধে এমন উপাদান আছে যা শরীরে ঢুকলে বিষক্রিয়া ঘটাতে পারে। দুটি সিরাপেই রয়েছে প্রচুর পরিমাণে ডাইইথিলিন গ্লাইকল (diethylene glycol) বা ইথিলিন গ্লাইকল (ethylene glycol ) যা শরীরে ঢুকে সংক্রমণ ছড়াতে পারে।
Indranil-Barkha Divorce: ঈশার জন্যই কি আলাদা হওয়া? ইন্দ্রনীলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠালেন বরখা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এই দুই সংস্থার তৈরি কাশির ওষুধ খেলে শিশুদের প্রাণ সংশয়ের ঝুঁকি থাকবে। কাশির ওষুধের বিষাক্ত উপাদান শরীরে ঢুকলে মারাত্মক পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, প্রস্রাবে সমস্যা, মাথা যন্ত্রণা, কিডনির অসুখ এমনকী মানসিক স্থিতিতেও বদল আসার সম্ভাবনা রয়েছে।