দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে জাতীয় ঐক্যের প্রয়োজন। তাই সব রাজ্যের পুলিশের একই পোশাক হওয়া উচিত। শুক্রবার চিন্তন শিবিরে দেশের সব স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা প্রত্যেক রাজ্যের দায়িত্ব। তবে দেশের ঐক্য ও সংহতির কথা মাথা রেখেও এগোতে হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, "প্রতিটি রাজ্য একে অন্যের থেকে শিক্ষা নিতে পারে। দেশের স্বার্থে এই শিক্ষা নেওয়া প্রয়োজন।" এক দেশ, এক ইউনিফর্ম নিয়ে সব রাজ্যগুলির মধ্যে আলোচনা হওয়া উচিত বলেন মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, অপরাধ রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অন্য রাজ্য ও আন্তর্জাতিক স্তরেও এর জাল বিছিয়ে থাকতে পারে। রাজ্যের মধ্যে পারষ্পরিক বোঝাপড়া না থাকলে তদন্তে সুবিধা হবে না। প্রধানমন্ত্রীর মতে, অপরাধের ধরন পাল্টাচ্ছে। তাই তদন্তের ধরনও পাল্টাতে হবে।
প্রধানমন্ত্রীর দফতরে থেকে জানানো হয়, দেশের সুরক্ষা নিয়ে দুদিন চিন্তন শিবিরে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ বাহিনীর আধুনিকীকরণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, বিচারের ক্ষেত্রে আরও প্রযুক্তি, সীমান্তে সুরক্ষা, উপকূলে নিরাপত্তা, নারী সুরক্ষা, মাদকপাচার- একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই শিবিরে ছিলেন, ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ১৬ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী।