বিহারের পূর্ণিয়া জেলায় দুর্ঘটনার কবলে RJD নেতা তেজস্বী যাদবের কনভয়ে থাকা পুলিশের একটি গাড়ি। সোমবার রাতে এই দুর্ঘটনায় মৃত্যু গাড়িচালকের। আহত কমপক্ষে ৮ জন।
লোকসভা ভোটের আগে দলকে শক্তিশালী করতে জনবিশ্বাস যাত্রায় RJD নেতা তেজস্বী যাদব। সোমবার রাতে বিহারের পূর্ণিয়া থেকে কাটিহারের দিকে এগোচ্ছিল তাঁর কনভয়। রাত সাড়ে ১১টা নাগাদ পূর্ণিয়া জেলার বেলাউরির কাছে একটি হোন্ডা সিটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় কনভয়ে থাকা গাড়ির চালক মহম্মদ হালিমের। তিনজন পুলিশ কর্মীও আহত হন। উল্টোদিকের গাড়ির মধ্যে ৪জন আহত হয়েছেন। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে, ছবি শেয়ার করে কী বললেন শামি!
পূর্ণিয়ার পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, ১৩১এ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি হয়। কনভয়ের পিছনে তেজস্বীর গাড়ি ছিল কিনা, তা স্পষ্ট করে জানাননি।