মণিপুরের (Manipur Violence) ঘটনায় গ্রেফতার আরও এক ব্যক্তি । ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, দুই মহিলার উপর অত্যাচারের ভিডিও করেছিলেন যিনি, তাঁকেই এবার গ্রেফতার করা হল । ধৃতের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনায় আগে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছিল । এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৮ ।
মণিপুর ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি সংসদে । গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন বিরোধীরা । ইতিমধ্যেই মণিপুর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট 'INDIA'। সেইসঙ্গে, ইন্ডিয়া জোটের সাংসদদের প্রতিনিধি দল মণিপুর যাচ্ছে । জানা গিয়েছে ২৯ ও ৩০ জুলাই মণিুপুরে যাবেন ২৬ দলের সাংসদরা ।
আরও পড়ুন, Bengal Flood Death : ২০০২ থেকে পশ্চিমবঙ্গে ও অসমে শুধু বন্যাতেই ৪,২০০ জনের বেশি মৃত্যু, জানাল সরকার
বিরোধী জোট সূত্রে খবর, ২৯ জুলাই সাংসদরা দিল্লি থেকে মণিপুর পৌঁছবেন। দুদিন ধরে সেই রাজ্যে থাকবেও তাঁরা। বিরোধী সাংসদদের দলে কে কে থাকবেন, সেই নাম জানা যায়নি। অন্যদিকে, মণিপুর ইস্যুতে অশান্তির আবহে বৃহস্পতিবার গোটা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ।
গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। এরপর তাঁদের বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ । ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় গোটা দেশ । এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনার নিন্দা করে।