মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এবং গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে মোট গ্রেফতারির সংখ্যা ৬জন। ৪ মে ওই ঘটনা ঘটলেও প্রায় দুমাসেরও বেশি সময় পর তা প্রকাশ্যে আসে। আর তারপরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গত ৩ মে মণিপুরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর। সেই কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত। অভিযোগ, তার পরেরদিনই দুই মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো হয়। এমনকি, গণধর্ষণও করা হয় বলে অভিযোগ।
এরপর গত বুধবার ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে। তারপরেই বিষয়টি জানাজানি হয়। ঘটনায় তোলপাড় হয় সারা দেশ। তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীকেই আক্রমণ করেছে বিরোধীরা।
Read More- উত্তপ্ত মণিপুর, রাজ্য বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনতে পারে তৃণমূল
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার প্রথম অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারপর থেকে মোট পাঁচজন গ্রেফতার হয়। শনিবার ফের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে সে নাবালক। এই নিয়ে মণিপুরের বর্বরোচিত ঘটনায় গ্রেফতার মোট ছয়।