ই রিক্সায় আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা রাজধানীতে। মৃত্যু হল রিক্সার যাত্রীর, আহত আরও দুই। দিল্লির নন্দনগরী এলাকার ঘটনা। যান্ত্রিক গোলযোগের কারণেই ই-রিক্সাটিতে হঠাৎ আগুন লেগে যায়। চলন্ত অবস্থায় দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি।
মৃত যাত্রীর নাম ওমি দেবী। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। আর এক যাত্রীর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসার জন্য দিল্লি এমসে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
চালক পলাতক ছিল, পরে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রতন লাল। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।