চটজলদি খাবারের মধ্যে ম্যাগি (Viral Maggie Bill) অনেকেরই প্রিয় । খেতেও সুস্বাদু আবার পেট ভরা খাবার । কিন্তু, সেই ১২-১৪ টাকার ম্যাগি যদি ২০০ টাকা খসিয়ে দেয়, তাহলে কেমন লাগবে ? সেরকমই হয়েছে । বিমানবন্দরে এক প্লেট ম্যাগি(One Plate Maggie bill) খেতে গিয়ে নাকি ১৯৩ টাকা দিতে হয়েছে এক ক্রেতাকে । ম্যাগির সেই বিল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সেজাল সুদ নামে একজন টুইটার ব্যবহারকারী, তাঁর বিলের একটি ছবি পোস্ট করেছেন । বিলে দেখা যাচ্ছে ম্যাগির একটি প্লেটের দাম ১৮৪ টাকা, ৯টাকা জিএসটি যোগ করে সবমিলিয়ে দিতে হয়েছে ১৯৩ টাকা । যদিও, ওই বিমানবন্দরের নাম প্রকাশ্যে আনেননি সেজাল ।
আরও পড়ুন, Dog Adhaar Card: মুম্বইয়ের প্রতিটি পথকুকুরের গলায় ঝুলবে আধার কার্ড, নয়া পদক্ষেপ পুরসভার
বিমানবন্দরে খাবারের দাম এমনিই বেশি থাকে । তবে, কিছু ক্ষেত্রে তা মাত্রা ছাড়িয়ে যায় । আগেও এই নিয়ে খবরে কম লেখালিখি হয়নি । সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে বেশ কিছু ঘটনা । কিন্তু, ম্যাগি খেতে গিয়ে যে এত টাকা খসবে, তা মনে হয় কেউই ভাবতে পারেনি ।