ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট (OSOP)। কেন্দ্রের 'ভোকাল ফর লোকাল' কর্মসূচির অন্তর্গত রেলের (Indian Railway) এই প্রকল্প। রেলের পক্ষ থেকে ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট দ্বারা ডিজাইন করা স্টল করেছে রেল। সেই স্টলে থাকবে ওই স্টেশন সংলগ্ন এলাকার জিআই ট্যাগ থাকা একাধিক সামগ্রী। থাকবে, স্থানীয় হস্তশিল্প, বস্ত্রশিল্প, হস্ততাঁত, খেলনা, চামড়ার সামগ্রী, ঐতিহ্যবাহী সরঞ্জাম, পোশাক, গয়না, খাবারজাত দ্রব্য।
এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষ ও আত্মসহায়ক গোষ্ঠীদের উৎসাহিত করা হচ্ছে। উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৮৬টি রেল স্টেশনে ১২২টি ওএসওপি আউটলেট চালু হয়েছে।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে চালু যাত্রী সাথী অ্য়াপ, সস্তায় পৌঁছবে গন্তব্যস্থল
২০২২ সালের ২৫ মার্চ থেকে রেল এই পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছিল। দেশের ২১টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৮২টি স্টেশনে ৮৫০টি OSOP আউটলেট চালু করেছে রেল।