সিংহ ও সিংহীর নামকরণ নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। এবার নামকরণ বিতর্কে ত্রিপুরার এক বনকর্তাকে সাসপেন্ড করল বিজেপি সরকার। তাঁর নাম প্রবীণ লাল আগরওয়াল। তিনি ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণবিদ। টাইমস অফ ইন্ডিয়ায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।
নাম রাখা নিয়ে বিতর্ক
সম্প্রতি ত্রিপুরা থেকে শিলিগুড়িতে একটি সিংহ এবং সিংহীকে নিয়ে আসা হয়। তার মধ্যে সিংহের নাম আকবর এবং সিংহীর নাম রাখা হয়েছিল সীতা। যা নিয়ে শুরু হয় বিতর্ক। বিশ্ব হিন্দু পরিষদের তরফে ওই নামকরণ নিয়ে আপত্তি তোলা হয়।
VHP-র তরফে এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। সেখানে রাজ্যের অ্য়াডভোকেট জেনারেলের তরফে জানানো হয়, ত্রিপুরা থেকেই ওই নামকরণ করা হয়েছে। নাম পরিবর্তনের কথা ভাবছে রাজ্য সরকার।
এদিকে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে জানান, ওই নামকরণ করা উচিত হয়নি। এই নামকরণে বিতর্ক তৈরি হয়েছে।