দিন দশেক আগেই ইনস্টাগ্রামে (Instagram) 'বন্ধুত্ব' হয়েছিল। সেই খাতিরেই অনলাইনের 'বন্ধু'কে ফ্ল্যাটের পার্টিতে ডেকেছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের এক কলেছাত্রীর। যার মাশুল দিতে দল জীবন দিয়ে। কলেজ ছাত্রী ২৩ বছরের নিষ্ঠা ত্রিপাঠীকে খুনের অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ার সেই 'বন্ধু' অদিত্য পাঠক নামে ওই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চিনহাট এলাকায়।
জানা গিয়েছে, হরদোইয়ের বাসিন্দা নিষ্ঠা সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল আদিত্য নামের ওই যুবকের। বৃহস্পতিবার একটি ফ্ল্যাটে পার্টির আয়োজন করা হয়েছিল। নিষ্ঠা ছাড়াও অনেক পড়ুয়াই হাজির হয়েছিলেন। গিয়েছিলেন আদিত্যও। ওই ফ্ল্যাট থেকেই বৃহস্পতিবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই আদিত্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - মহিলা পুলিশকে আক্রমণের জের, অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল যোগী পুলিশ
জানা গিয়েছে, আদিত্য জমি-বাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। অপরাধের রেকর্ডও রয়েছে। বালিয়ার বাসিন্দা হলেও চিনহাট এলাকারই একটি ফ্ল্যাটে থাকতেন অদিত্য। সেখানে নিষ্ঠাও মাঝেমধ্যেই আসতেন। তবে, ঠিক কী কারণে নিষ্ঠাকে খুন হতে হল তা এখনও জানা যায়নি।