দেশের লাখ লাখ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর । এবার থেকে ব্যাঙ্কে কাজের জন্য একঘণ্টা অতিরিক্ত সময় পাবে গ্রাহকরা । কারণ ১৮ এপ্রিল থেকে এক ঘণ্টা আগেই খুলে যাচ্ছে ব্যাঙ্ক (Bank Opening Timing) । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (RBI) তরফে এমনই জানা গিয়েছে ।
RBI-এর রিপোর্ট অনুযায়ী, সকাল ৯টা থেকে ব্যাঙ্ক খুলে যাবে । এতদিন, সকাল ১০ টায় ব্যাঙ্ক খোলা হত । তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনল আরবিআই । তবে ব্যাঙ্ক বন্ধের সময় একই থাকবে । সেক্ষেত্রে, টাকা জমা দেওয়া হোক, কিংবা অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্কের যে কোনও কাজ সকাল ৯টা থেকে শুরু হয়ে যাবে । এতে গ্রাহকদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন, Bgbs : বঙ্গের বাণিজ্যে আসতে পারে ব্রিটিশ লগ্নি, ইঙ্গিত কলকাতায় ব্রিটিশ হাই কমিশনারের
অন্যদিকে, শেয়ারবাজার খোলার সময়েও পরিবর্তন এসেছে । সোমবার থেকে শেয়ারবাজার খুলে যাবে সকাল ৯টায় । বন্ধ হবে দুপুর সাড়ে ৩টেয় ।