আদানী গোষ্ঠীকে নিয়ে ওঠা মার্কিন সংস্থার অভিযোগ নিয়ে আলোচনা চাইতেই বেকে বসে বিজেপি সরকার। বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদের বিরোধীদের কক্ষে একজোট হয় সমস্ত সমমনস্ক বিরোধী দল। সেখান থেকেই দাবি ওঠে আদানী-হিন্ডেনবার্গ সমস্যা নিয়ে আলোচনা হোক সংসদে। বিরোধীদের দাবি না মানায় তুমুল হট্টগোল শুরু হয় উভয়কক্ষে। তার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার দুপুর ২টো পর্যন্ত মুলতবি হয়ে যায় বাজেট অধিবেশন।
এদিন সকালেই রাজ্যসভার কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে বৈঠক বসে। তাতে যোগ দেয় তৃণমূল, বাম, আপ, ডিএমকে, শিবসেনা, সমাজবাদী পার্টি, এনসিপি, কেরালা কংগ্রেস, জেডিইউ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-সহ অন্যান্যরাও। সেখানেই আদানীকে নিয়ে লোকসভায় বিশদ আলোচনার ব্যাপারে সহমত হন বিরোধীরা।