অগ্নিগর্ভ মণিপুরে যাবেন বিরোধী জোট INDIA-এর সাংসদরা। চলতি সপ্তাহেই মণিপুরে যাবেন ইন্ডিয়া জোটের সাংসদদের প্রতিনিধি দল। জানা গিয়েছে ২৯ ও ৩০ জুলাই মণিুপুরে যাবেন ২৬ দলের সাংসদরা।
তবে মণিপুরে বিরোধী দলগুলির কোন কোন সদস্য মধ্যে কে কে যাবেন, তা যদিও জানা যায়নি। মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পরই সেই রাজ্যে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক নেতাই। মণিপুরে গিয়েছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলও। একাধিক ত্রাণশিবিরে যান তাঁরা। দেখা করেন মণিপুরের রাজ্যপালের সঙ্গে। সম্প্রতি রাহুল গান্ধীও মণিপুর সফরে যান তিনি।
বিরোধী জোট সূত্রে খবর, ২৯ জুলাই সাংসদরা দিল্লি থেকে মণিপুর পৌঁছবেন। দুদিন ধরে সেই রাজ্যে থাকবেও তাঁরা। বিরোধী সাংসদদের দলে কে কে থাকবেন, সেই নাম জানা যায়নি।