সোমবার অযোধ্যার নতুন রামমন্দিরে রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। এতদিন মন্দিরে যে পুরনো বিগ্রহ ছিল, তার পরিবর্তে নতুন এই মূর্তি বসেছে। তবে পুরনো মূর্তির মাহাত্ম্যও অনেক। নতুন মূর্তির সামনেই থাকবে পুরনো রামলালার বিগ্রহ। সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, রামজন্মভূমি ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি।।
পিটিআই সূত্রে খবর, পুরনো বিগ্রহের আকার অনেকটাই ছোট। দর্শনার্থীরা ২৫-৩০ ফিট দূর থেকে পুরনো মূর্তিকে দেখতে পারবেন না। সোমবার ৫১ ইঞ্চির নতুন মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। তার সামনে প্রাচীন রামলালার বিগ্রহ থাকবে মন্দিরে।
রামলালার এই নয়া মূর্তি বানিয়েছিলেন দেশের তিন কারিগর। তাঁদের মধ্যে মাইসরের অরুণ যোগীরাজের মূর্তিকে বেছে নিয়েছে রামমন্দির ট্রাস্ট।