এবার নিজের মাতৃভাষাতেই দেশের সর্বোচ্চ আদালতের(Supreme Court of India) যাবতীয় রায় বা নির্দেশিকা পড়তে পারবেন আমজনতা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের(Republic day 2023) দিন থেকেই এই নয়া ব্যবস্থা চালু করতে চলেছে সুপ্রিম কোর্ট। বুধবার এমনটাই জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়(CJI DY Chandrachud)। উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি অনলাইনে যে কোনও রায় পড়ার ব্যবস্থা করে সুপ্রিম কোর্ট। ‘ই-এসসিআর’(E-SCR) নামক উদ্যোগ জনমানসে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল।
এযাবৎকালে সুপ্রিম কোর্টের যাবতীয় রায় লেখা হয়েছে ইংরাজিতে। ফলে ভারতের মতো বহু ভাষাভাষী দেশে(India, a Multilingual Country) স্বাভাবিকভাবেই সেই রায় পড়তে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। এবার সেই সমস্যা মেটাতেই উদ্যোগী হয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court on Multilingula Problem)। ভারতের সংবিধানভুক্ত সমস্ত আঞ্চলিক ভাষায় রায় প্রকাশ করার জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি এএস ওকার(Justice AS Oka) নেতৃত্বে গঠিত ৬ সদস্যের কমিটি রায় অনুবাদের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে বলেই খবর।
আরও পড়ুন- Censor On Pathaan: দীপিকার 'বেশরম' গেরুয়া বিকিনিই হল কাল? 'পাঠান'এ সেন্সরের কাঁচি ১০ জায়গায়