বন্যাবিধ্বস্ত সিকিমে টানা ৭ দিন আটকে ছিলেন। অবশেষে বাড়ি ফিরছেন আটকে থাকা পর্যটকরা। সোমবার বৃষ্টি কমার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। লাচুং, চুংথাংয়ে পর্যটকরা আটকে ছিলেন। ইতিমধ্যে ২০০০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে BRO, NDRF, SFRF। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। বুধবারের মধ্যে বাকি পর্যটকদের উদ্ধার করা হবে বলে আশাবাদী প্রশাসন।
গত বুধবার থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। লাগাতার বৃষ্টিতে সিকিম বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করে। তারপরই শুরু হয় উদ্ধার কাজ। সড়কপথে পর্যটকদের উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার মাংগান থেকে ৪৫ মিনিট হাঁটা পথে নিরাপদ জায়গায় পৌঁছে যান হাজারের বেশির পর্যটক