কোটি কোটি টাকা উদ্ধারের নাম জড়াল ওড়িশার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সংসদ ধীরাজ সাহুর। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ২২৫ কোটি টাকা। যত সময় এগোচ্ছে বাড়ছে টাকার অংক।
শনিবার রাঁচিতে রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কংগ্রেস নেতার বাড়ির আলমারি খুলতেই চমকে ওঠেন আধিকারিকরা। আলমারিতে পোশাক নয়, সাজানো থরে থরে টাকার।
টাকার পরিমান এতটাই বেশি যে টাকাগোনার মেশিনও বিকল হয়ে যায়।বিগত তিন দিন ধরে জারি রয়েছে তল্লাশি অভিযান। এছাড়াও আরও এক মদ কারখানার শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকেও ১৯টি টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন - মহারাষ্ট্র-কর্নাটক মিলিয়ে ৪১ জায়গায় হানা, এনআইএ জালে ১৩
গত বুধবার থেকে আয়কর হানা চলছে ওড়িশা এবং ঝাড়খন্ডে। ওড়িশার একটি মদ কারখানা থেকে ৩০ কোটি টাকা উদ্ধার হয়। এর পরই উঠে আসে কংগ্রেসের রাজ্যসভার সাংসদের নাম। তারপরেই তাঁর বাড়িতে তল্লাশি করেন আধিকারিকরা।