দীর্ঘ লড়াই পেরিয়ে অবশেষে সাফল্যের মুখ দেখলেন কেরালার পদ্মলক্ষ্মী। গত ১৯ মার্চ সে রাজ্যের প্রথম রূপান্তরকামী আইনিজীবী হিসেবে নথিভুক্ত হল তাঁর নাম।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী এড়নাকুলম গভর্মেন্ট ল' কলেজ থেকে পাশ করেছিলেন পদ্মলক্ষ্মী। পরবর্তী লক্ষ্য জুডিশিয়াল সার্ভিসের পররীক্ষায় উত্তীর্ণ হওয়া।
ইনস্টাগ্রামে তাঁর ছবি পোস্ট করে পদ্মলক্ষ্মীকে শুভেচ্ছা জানিয়েছেন কেরালার শিল্পমন্ত্রী পি রাজীব। রবিবার কেরালার বার কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে আইনজীবী হিসাবে কাজে যোগদানের শংসাপত্র লাভ করেন তিনি।