গুজরাট পুলিশের এটিএস বাহিনীর বড় সাফল্য। শনিবার আরব সাগরের উপকূল থেকে প্রায় ৫০ কিলোগ্রাম হেরোইন সহ আটক ছয় পাক নাগরিক। পাকিস্তানি নৌকা 'আল শাকর' থেকে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা বলেই অনুমান পুলিশের।
জানা গিয়েছে, শনিবার ভোররাতে ভারতীয় জলসীমার অনেকটা ভিতরে ঢুকে আসে নৌকাটি। এরপর কচ্ছের জখৌ বন্দর এলাকার কাছে চলে আসে আল শাকর নামক ওই পাকিস্তানি নৌকাটি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেটিকে ধরে গুজরাট পুলিশ। পুলিশ সূত্রে খবর, করাচির কুখ্যাত মাদক ব্যবসায়ী মহম্মদ কাদের ওই নৌকায় মাদক পাঠিয়েছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার কোচি উপকূলেও একই ঘটনা ঘটে। পাকিস্তান থেকে আসা একটি নৌকা থেকে ২০০ কিলোগ্রাম মাদক আটক করে ভারতীয় নৌ বাহিনী। উদ্ধার হওয়া ওই মাদকের বাজার মূল্য প্রায় বারোশো কোটি টাকা।