প্যান কার্ডে এবার যুক্ত হতে চলেছে QR কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার প্রাতিষ্ঠানিক নাম দেওয়া হয়েছে PAN 2.0। বর্তমানে যাঁদের PAN কার্ড রয়েছে তাঁরা বিনামূল্যে QR এনেবল PAN কার্ডে আপগ্রেড করতে পারবেন। সোমবারের বৈঠক শেষে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে এই বিষয়ে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে PAN 2.0 প্রজেক্টের বৈঠক হয়। সেখানেই আয়কর দফতরের ওই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই প্রকল্পটির জন্য় ১৪৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তা উন্নীতকরণ করা হবে। এবং পুরো পদ্ধতিটি ডিজিটাইজেশন করা হবে। কমন বিজনেস আইডেন্টিফায়ার তৈরি করার চেষ্টা করা হবে। PAN 2.0 প্রজেক্টের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করা হবে। যেখানে বিভিন্ন সমস্যার কথা জানানোর পাশাপাশি নিজের PAN কার্ড আপগ্রেড করতে পারবেন।
PAN 2.0 প্রজেক্ট কী?
-সহজেই PAN এর যাবতীয় কাজ করা সম্ভব
-ডেটা কনসিসটেন্সি বজায় রাখা সম্ভব
-খরচ কমানো সম্ভব
-নিরাপত্তা জোরদার করা সম্ভব
কেন্দ্রের এই প্রকল্প নিয়ে আশাবাদী সকলেই। এই বৈঠকের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, PAN 2.0 কার্যকর হলে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা সহজ এবং আরও উন্নত পরিষেবা পাবেন।
কী কী সুবিধ পাওয়া যাবে?
আর্থিক লেনদেন আরও সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। QR কোড থাকার ফলে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।