আদানি-কাণ্ডে তুলকালাম! অশান্তির বেলা ২ টো পর্যন্ত মুলতুবি হল সংসদের বাজেট অধিবেশন। তবে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটের বৈঠকে ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ গরহাজির রইল তৃণমূল। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বৈঠকে বিরোধী দলের অন্যান্য নেতাদের সঙ্গে উপ্সথিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কিন্তু শুক্রবারের বৈঠকে তৃণমূলের কোনও সাংসদকে দেখা যায়নি।
দেশের শীর্ষ আদালতের নজরদারিতে উচ্চ পর্যায়ের তদন্তের পাশাপাশি , যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গড়ে আদানি-কাণ্ডের তদন্তের দাবিতে বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় সরব হয়েছে বিরোধীরা।
Bibriti Chatterjee: 'আমার-তথাগতর সম্পর্ক নিয়ে নয়, আলোচনা হোক দেশের GDP নিয়ে'
বিরোধীদের বক্তব্য, আদানি কাণ্ডের জেরে দেশবাসীর সঞ্চয় বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা আছে। কারণ, আদানির সংস্থার মাধ্যমে এলআইসি এবং স্টেট ব্যাঙ্ক, দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থার তহবিল বিনিয়োগ হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনভর উপার্জনের সঞ্চয় রয়েছে।