এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিপত্তি। মাঝ আকাশে বিমানের মধ্যে মারধরের শিকার ক্রু সদস্য। অভিযোগ, গোয়া থেকে দিল্লিগামী বিমানে এক ক্রু সদস্যের সদস্যের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এক যাত্রী। ঘটনাটি ঘটে AI882 বিমানে। গালিগালাজ ছাড়াও শারীরিকভাবে হেনস্থাও করা হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার। বিমান মাঝ আকাশে ছিল। নিজের আসনে বসতে বলা হয় যাত্রীকে। এরপরই ক্রু-সদস্যের উদ্যেশ্যে গালিগালিজ শুরু করেন ওই অভিযুক্ত। এমনকী একজনকে মারধরও করা হয়। দিল্লি বিমানবন্দরে নামার সময় ওই যাত্রী ফের আক্রমণাত্মক আচরণ করেন। তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এরপরই সরকারিভাবে বিবৃতি দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বলা হয়, "আমাদের ক্রু এবং যাত্রীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। ক্রু সদস্যদের সঙ্গে এক যাত্রীর এই অমানবিক আচরণ তীব্র নিন্দনীয়।"