অতি বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বিমান! জবলপুর বিমানবন্দরে (Jabalpur airport) অবতরণ করতে গিয়ে পিছলে গেল অ্যালায়েন্সের বিমান (Alliance Air ATR72-600)। দিল্লি থেকে আসছিল যাত্রিবাহী বিমানটি। বিমানে ছিলেন ৫৫ জন যাত্রী। সকলেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: চিতাবাঘের দেখা মিলল পুরুলিয়ার জঙ্গলে, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন
দুপুর ১টা ১৩ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল। রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পিছলে যায় বিমানের চাকা। কিন্তু তৎক্ষণাৎ মাথা ঠান্ডা রেখে বিমানটিকে রানওয়েতে ফেরান পাইলট। বিমানের ভিতরে ওই মুহূর্তে ছিলেন মোট ৫৫ জন যাত্রী ও ৫ জন বিমান সদস্য। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সকলেই নিরাপদ আছেন।
সকাল সাড়ে এগারোটার সময় দিল্লি বিমানবন্দর (Delhi airport) থেকে বিমানটি ছাড়ে। জবলপুরে (Jabalpur) অবতরণ করার সময় ছিল বেলা একটা পনেরো মিনিট নাগাদ। ওই সময়ই পিছলে যায় বিমানের চাকা।