যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra Train Accident)। তাতে কমপক্ষে ৫৩ জন জখম হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে সবুজ সিগনাল না দেখতে পাওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে (Gondia News)। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্ডিয়ায়। জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকে রাজস্থানের যোধপুরে যাচ্ছিল। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়ি ও প্যাসেঞ্জার ট্রেনের।
দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনটির নাম 'ভগৎ কি কোঠী'। সবুজ সিগনাল না মেলাতেই মুখোমুখি ধাক্কা লাগে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছেন রেলের আধিকারিকরা। তাতে যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়। আহতদের সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও অবধি কোনও মৃত্যুর খবর মেলেনি।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়িটি সিগন্যাল না পেয়ে গোন্ডিয়ার কাছে দাঁড়িয়েছিল। সেই সময়ই একই লাইনে আসে ছত্তীসগঢ় থেকে রাজস্থানগামী ট্রেন। দ্রুতগতিতে এসে ট্রেনটি মালগাড়ির পিছনে ধাক্কা মারে।