রবিবার অন্ধ্রপ্রদেশে লাইনচ্যূত প্যাসেঞ্জার ট্রেন (Andhra Pradesh Train Accident)। কমপক্ষে মৃত্যু ৩ জনের। বিশাখাপত্তনম থেকে রায়াগাদা যাচ্ছিল ট্রেনটি। রেল সূত্রে খবর, উল্টো দিক থেকে আসছিল পলাসা এক্সপ্রেস। সেই ট্রেনটি প্যাসেঞ্জার ট্রেনটিকে (Passenger Train) ধাক্কা মারে।
প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি বগি উল্টে গিয়েছে। পূর্ব-সেন্ট্রাল রেলের সিপিআরও জানিয়েছেন, ট্রেনে যাত্রী ছিল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি। তিনি জানিয়েছেন, সরকারি আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: কেরল বিস্ফোরণের দায়স্বীকার, থানায় গিয়ে আত্মসমর্পণ এক ব্যক্তির, খতিয়ে দেখছে পুলিশ