চলতে চলতে দুই স্টেশনের মাঝে থেমে গেল মেট্রো। যাত্রীদের রেক থেকে নামিয়ে মেট্রো লাইন ধরে হাঁটতে বাধ্য করল কর্তৃপক্ষ। মুম্বুইয়ের ঘটনায় দেশজুড়ে হইচই।
মঙ্গলবার প্রযুক্তিগত ত্রুটির জন্য, দহিসার এবং কান্দিভালি ওয়েস্ট স্টেশনের মাঝে চলতে চলতে হঠাৎই থেমে যায় মেট্রো। সে সময় রেক থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। বাকি পথ মেট্রো ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে যেতে বাধ্য করা হয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই তারপর থেকে প্রশ্ন উঠেছে মুম্বই মেট্রোর যাত্রী নিরাপত্তা নিয়ে।
ওই সংক্রান্ত টুইটের উত্তরে মুম্বই মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা মিটে গিয়েছে এখন, পরিষেবা আগের মতো স্বাভাবিক হয়েছে।