মাঝ আকাশে উড়ছে বিমান। আর তার মধ্যেই তীব্র হাতাহাতি লেগে গেল দুই যাত্রীর মধ্যে। পাশের যাত্রীরা থামানোর চেষ্টা করছেন, কিন্তু কে শোনে কার কথা! হুমকি ও মারামারির সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে থাই স্মাইল এয়ারওয়েজের বিমানে। ব্যাঙ্কক থেকে কলকাতা আসছিল ওই বিমানটি। সেই সময় সহযাত্রী থেকে শুরু করে কেবিন ক্রুরা ছুটোছুটি শুরু করে দেন, দুজনকে আলাদা করার জন্য। শেষে অবশ্য দুজনকে আলাদা করা সম্ভব হয়। যদিও বিষয়টি নিয়ে থাই স্মাইল এয়ারওয়েজের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এই মারামারিতে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেই ব্যাপারেও কিছু জানা যায়নি।
ক্লিপটিতে কয়েকজন সহ-যাত্রীকে একে অপরকে মারামারি করতে দেখা গিয়েছে। এক যাত্রীর সঙ্গে বেশ কয়েকজন যাত্রী বচসায় জড়িয়ে পড়েন। তারপরই এক যাত্রীকে সহযাত্রীরা ধরে পেটাতে শুরু করেন। এক ফ্লাইট পরিচালক পরিস্থিতি সামাল দেওয়ার অনেক চেষ্টা করেছেন। কিন্তু তিনি ব্যর্থ হন। যাত্রীরা বিমানের মধ্যেই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেন।
এই ঘটনার কথা কলকাতা বিমান বন্দরে রিপোর্ট করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। কারণ কলকাতা বিমান বন্দর এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।