আকাশে বিকট ঝাঁকুনি। তার জেরে আহত নয়াদিল্লি থেকে সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বেশ কয়েকজন যাত্রী। বুধবার ডিজিসিএকে উদ্ধৃত করে এই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই। মঙ্গলবার নয়াদিল্লি থেকে সিডনি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার উড়ান। ডিজিসিএ জানিয়েছে, আকাশে হঠাৎই বেশ কয়েকবার ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। সিডনিতে উড়ানের অবতরণের পরেই আহতদের বিমানবন্দরে চিকিৎসা করা হয়। পরে তারা সুস্থ হয়েই বিমানবন্দর ছাড়েন।
যদিও এই ঘটনা নিয়ে এয়ার ইন্ডিয়া কোনও বিবৃতি দেয়নি। গত কয়েক মাসের ব্যবধানে বারবার বিপত্তিতে এয়ার ইন্ডিয়ার উড়ান। সম্প্রতি মুম্বই থেকে নাগপুর যাওয়ার পথে উড়ানকে ধাক্কা দেয় একটি পাখি। এই ঘটনাকে বিছিন্ন বলেই দাবি করা হয়েছিল।