কনফার্ম টিকিট ছাড়া এসি রিজার্ভেশন কামরায় উঠলে এবার কি নামিয়ে দেবে RPF! রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, এবার আনকনফার্মড টিকিট নিয়ে এসি কামরায় ওঠা যাবে না। তা হলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। এসি-৩ কোচে যাত্রীদের ভিড়। যাত্রীরা ঠিকমতো নিজেদের নিজেদের বার্থও ব্যবহার করতে পারছেন না। এসি-২ প্রিমিয়াম সিটেও ওয়েটিং লিস্টের যাত্রীদের ভিড়।
টিকিট কনফার্ম না হওয়াতেও সংরক্ষিত কামরায় উঠে পড়ছেন তাঁরা। রেলের নিয়ম বলছে, টিকিট কনফার্ম না হলে, এসির যাত্রীরা স্লিপারে যাতায়াত করতে পারবেন।
এবার আরপিএফ ও জিআরপি অভিযান চালাবে। রেলমন্ত্রক জোনাল রেলওয়েকে নির্দেশ দিয়েছে।