চিনের (China) করোনা পরিস্থিতি (Covis Situation) রীতিমতো ভয় ধরাচ্ছে। উদ্বিগ্নে রয়েছে কেন্দ্র। কিন্তু বিশেষজ্ঞদের মতে করোনার (Covid) এই নতুন ভ্যারিয়েন্ট আগে থেকেই ছিল। চিনে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আগে গত দু'বছরে বিশ্বের প্রায় ৯১ টি দেশে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। এমনকি গত বছরের ২৬ ফেব্রুয়ারি এই উপরূপ চিহ্নিত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী প্রায় ৪৮ হাজার করোনা আক্রান্তের নমুনায় এই বিএফ-৭-এর (BF7.) উপস্থিতি মিলেছে বলেও বিশেষজ্ঞদের দাবি।
ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত তথ্য অনুযায়ী, চিনে থাবা বসিয়েছে বিএফ.৭। যার জিনের কাঠামো এবং চরিত্র ২০২১ এর ফেব্রুয়ারি থেকেই বিশ্বের ৯১ টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের একটি উপরূপের সঙ্গে মিলে গিয়েছে। তবে, ওই ভাইরাস ৯১টি দেশে খুব একটি প্রভাব বিস্তার করতে পারেনি। পরে এই ভাইরাসের উপরূপের নাম দেওয়া হয়েছে বিএফ ৭ বলে জানিয়েছেন 'ইনসাকগ'-এর এক ভারতীয় বিজ্ঞানী।
আরও পড়ুন- কোভিড পরিস্থিতির জন্য তৈরি ভারত, খতিয়ে দেখতে হাসপাতালগুলিতে মক ড্রিলের সিদ্ধান্ত
কিন্তু গত দুবছর ধরে ৯১ টি দেশে এই ভাইরাস প্রভাব বিস্তার না করলেও চিনে কেন এই ভাইরাসের প্রভাব এত বেশি? ভারতীয় বিজ্ঞানীদের দাবি, সে দেশে করোনাটিকা নিয়ে উদাসীনতা তৈরি হয়েছিল। সেই কারণেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।