কলেজের মধ্যেই ২২ বছরের এক ছাত্রকে, পিটিয়ে খুনের অভিযোগ। বিএন কলেজের ওই ছাত্র পটনার ল কলেজে গিয়েছিলেন পরীক্ষা দিতে। অভিযোগ একদল দুষ্কৃতী তখন ঘিরে ধরে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, নিহত ওই ছাত্র পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগেই বেরিয়ে পড়েছিলেন। অভিযোগ, তখনই তাঁর উপর হামলা চালানো হয়। জখম ছাত্রকে তড়িঘড়ি পটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Sandeshkhali: নোনা জলে মাছের ভেড়ি ! ক্ষতি করেছে সন্দেশখালির বাঁধের, অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে
ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাটনা আইন কলেজের ছাত্রকে ক্যাম্পাসে পিটিয়ে মারার প্রতিবাদে বিক্ষোভ দেখায় কার্গিল চকে। পাটনার অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শরৎ আরএস জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কলেজ সূত্রে খবর, হর্ষ ছাত্র রাজনীতি করতেন। সেই পুরোনো শত্রুতা থেকেও এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।