এই মুহূর্তে সারা দেশ জুড়েই চলছে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। মঙ্গলবার হরিয়ানা বোর্ডের অধীনে দশম শ্রেণির একটি হিন্দি পরীক্ষা চলছিল। পরীক্ষায় গণ টুকলির অভিযোগ ওঠে। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
Mukutmani Adhikari: তৃণমূলের যোগ বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলবদল
যেখানে দেখা যায়, নূহ জেলার পরীক্ষা কেন্দ্রে স্কুলের দেওয়াল বেয়ে উঠে পরীক্ষার্থীদের টুকলির যোগান দিচ্ছে বহিরাগতরা। ঘটনার রিপোর্ট চেয়েছেন জেলা শিক্ষা অফিসার পরমজিৎ চাহাল। টুকলি রুখতে নূহ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, পরীক্ষা বাতিল হবে কী না সিদ্ধান্ত নেওয়া হবে।