ছেলের আদরের পোষ্যের হাতেই মর্মান্তিক পরিণতি মায়ের। ভয়াবহ ঘটনার সাক্ষী লখনউএর কাইসেরবাগ। ছেলের পোষ্য পিটবুল কামড়ে খুবলে খেল মনিবের ৮২ বছরের বৃদ্ধা মাকে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে লখনউতে (Lucknow)।
লখনউয়ের কায়সেরবাগ এলাকায় মা সুশীলা ত্রিপাঠিকে নিয়ে থাকতেন পেশায় জিম প্রশিক্ষক (Jim Trainer) অমিত ত্রিপাঠি। ব্রাউনি নামের পিটবুলটিকে (Pitbul) বছর তিনেকে আগে বাড়িতে নিয়ে এসেছিলেন অমিত। টনার সময় বাড়িতে ছিলেন না ছেলে। মঙ্গলবার ভোরবেলার ঘটনা। সুশীলা দেবী একাই ছিলেন বাড়িতে। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে পিটবুলটি। বাইরে থেকে প্রতিবেশীরা আওয়াজ শুনতে পেয়ে ঘরে ঢোকার চেষ্টা করেও দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ব্যর্থ হন।
Kangana Ranaut: ‘ম্যাডাম নয়, স্যর বলুন’, ‘এমার্জেন্সি’র টিজারে ইন্দিরার চরিত্রে সাড়া ফেললেন কঙ্গনা
অমিত বাড়ি ফিরে দরজা খুলে যখন উদ্ধার করেন মাকে, রক্তে তখন ভেসে যাচ্ছে সুশীলা দেবীর শরীর। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অত্যধিক রক্তক্ষরণের জেরে হাসপাতালেই মৃত্যু হয় সুশীলা দেবীর। ময়নাতদন্তের রিপোর্টে সুশীলা দেবীর ঘাড় থেকে পেট পর্যন্ত ১২টা গভীর ক্ষতচিহ্ন মিলেছে।