আজ সপ্তাহের শেষ দিন। সেকারণে রবিবার পরিবারের সঙ্গে কাছে পিঠে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকেরই। অনেকে আবার নিজেদের গাড়ি ড্রাইভ করেই উইকএন্ড ট্যুরও সেরে নেন। তাই বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন আজকের পেট্রল ও ডিজেলের দাম।
কলকাতায় কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। রবিবার শহরে পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা ।
রাজধানী দিল্লিতেও জ্বালানির দামে তেমন বড়সড় পরিবর্তন হয়নি। শনিবার দিল্লিতে পেট্রলের দাম ৯৬টাকা ৭২ পয়সা এবং ডিজেলের দাম ৮৯টাকা ৬২ পয়সা। শনিবারের থেকে ১০ পয়সা কমেছে ডিজেলের দাম।
Read More- পুজোয় রাস্তায় থাকবে উইনার্স টিম, ৬৭৫ পুজো কমিটির সঙ্গে বৈঠক কলকাতা পুলিশের
আপনি মোবাইল থেকেও পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। তারজন্য একটি SMS করতে হবে। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।