উৎসবের মরশুমে কি পেট্রল-ডিজেলের দামে হেরফের হবে। মঙ্গলবার দেশের চার মেট্রো সিটিতেই কিন্তু অপরিবর্তিত তেলের দাম। কলকাতায় মঙ্গলবার পেট্রল-ডিজেলের দাম কত, জেনে নিন বিস্তারিত।
মঙ্গলবার কলকাতায় পেট্রলের দাম ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম ও চন্ডিগড়ে পেট্রোলের দাম ৯৬.৮৪ টাকা। মুম্বইয়ে ১০৬.৩১ টাকা ও চেন্নাইয়ে ১০২.৮৬ টাকা। বেঙ্গালুরুতে পেট্রলোর দাম ১০১.৯৪ টাকা।
আপনি আপনার মোবাইল থেকেও এসএমএসের মাধ্যমে পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।