উৎসবের মরশুমে স্বস্তি দিল কেন্দ্র। এখনই পেট্রোল-ডিজেলে বসছে না আন্তঃশুল্ক। ফলে, সাময়িক স্বস্তিতে সাধারণ মানুষ।
অক্টোবর থেকে পেট্রোল-ডিজেলে লিটার প্রতি ২ টাকা করে আন্তঃশুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু শুক্রবার রাতে এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাতে বলা হয়েছে, অক্টোবরের নয়। আগামী ১ নভেম্বর থেকে পেট্রোল-ডিজেলের উপর এই আন্তঃশুল্ক ধার্য করা হবে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠা-নামা করলেও, ভারতে তেলের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। ২ মাসেরও বেশি সময় ধরে দেশে পেট্রোল-ডিজেলের দামে বদল হয়নি। ২১ মে তেলের দাম কমানো হয়েছিল, তারপর থেকে দাম একই রয়েছে। ষষ্ঠীর দিনও দাম পরিবর্তন হয়নি। শনিবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।